দুরন্ত মানসে স্বপ্ন ভাঙ্গে, সেই চিরচেনা নীড়ে
বিক্ষোভে পাড়ি জমাচ্ছি তাই, শাহ্‌বাজ ভীড়ে
পাথুরে বিঘ্নতা বুনেছে দেখো, কত কারসাজি
তীক্ষতায় মেখে, চেতনায় সাজছে ডিগবাজি

এলোমেলো পদভারে আহত রয়, গহন আলো
বুকটান করা হুংকারে, এ বিদ্যুৎ বারতা এলো
অবিরাম ছুটা সেনানী ডাকছে, অশেষ ফাগুনে
মাথা উঁচু করা ফৌজ সাজে, রনঃতরী আগুনে

স্বেচ্ছায় চলে অকুতোভয়, নেই মনে পরাজয়
মৃত্যু বৃক্ষ মানেনা তান্ডব, বক্ষে ধরে তাল-লয়
সত্য সঞ্চয়ে নির-আপস খুনের ছবিটা আঁকা
অম্লান মহাপুরুষ, উদ্দাম যুগের মানসে ছাঁকা

রাত্রির শেষ অবধি, পরাভবে ডরবে না ঝঞ্ঝা
বিষের পাত্রেও, শেরগিল দেখে আরক্ত মাঞ্জা
বক্ষে বেদনার সমাচার জেনেও, বিকশিত সব
ক্ষুর ধ্বনি আনে সাথে, কম্পিত হেরা অনুভব

দুর্বার পথ কোণে শরাহত মানে না কোন শোক
ডুবে যাওয়া সূর্য উদ্ভাসে, নত নয় ভিন্ন লোক
অমলিন ভূমিকার তীব্রতা, আনে কত বিপর্যয়
নুয়ে পড়া প্রেরণায় জন্মে, অন্তরীন বিস্ময় জয়

ছল-ছল চোখে কূল ভাঙ্গে, আকাশ-ও রক্তিম
ঘাতে জ্বলেও, ঢেউ তোলে উৎসাহী আরক্তিম
মেলা তিথী লড়ে জীবনে বাঁধায়, গভীর ক্ষরন
লোকালয়ে প্রান বীথি, কথিত শ্লোক বৈ স্ফুরন
___________________________________________
রচনাকালঃ ০৫.০৬.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]