আমি হায়! বড়ই যে অসহায়!
বুঁদ হয়েছি আজ, জিহাদী জ্বরে
আমারি কায়া, হয়েছে ধুপছায়া
খোঁজে মরে, অদেখা প্রিয় তাঁরে
হাসিমুখেই রয়, যারে শহীদ কয়
আমিও কাঁদি, সে ভায়ের শোকে
রক্ত ফোয়ারা ঝরে, শান্ত ভূমি পরে
কেঁদে মরি, আদৃত দেখে পরলোকে
লোহূতে ভাসে, কচি সবুজ ঘাষে
জান্নাতের ছবি, চোখে রয় ভেসে
মায়ার হার; তুই, ভাই যে আমার
পাঁজর ভেঙ্গে, কতনা কান্না আসে
ঈর্ষান্বিত হই, একান্তে রবকে কই
আমাকেও রাখিও, শহীদের পরে
কতনা সম্মান, সাথে সুখের বান
এই লোভ, ছাড়ি-ই-বা কি করে?
যেতেই হবে, ত্যাগিয়া সোনার ভবে
কবজ করিও জান, জিহাদের মাঠে
গুনাহ ঝরে, প্রতি রক্ত ফোঁটার তরে
সূর্য যেন অস্তমিত হয়, লোভন পাটে
কেঁদে কেঁদে সারা, মন পাগলপারা
কেমনে লভিবো, সেই নুরের তাজ?
কবুল করিও, তব অনুগ্রহে ভরিও
দিও সাথে, অমরকাননের-ও নাজ!
_____________________________________
রচনাকালঃ ০২.০৬.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]