(১) (২)
শেষবেলায় আসলে তুমি শিমুল ঝরা মাতাল গানে-
ভোরের শিউলি আঁচল ভর্তি হৃদয় জুড়ে অশ্রুভেজা স্মৃতি;
স্বপ্ন ছায়া দোলায় আঁখি ছোট্ট এই ঘরের কোণে-
শূন্যতা ভরে দেয় চন্দাবতী । সাঁঝের প্রদীপ তারায় ভর্তি !
(৩) (৪)
অন্তহীন জলের মাঝে যেন দেয়ালির উৎসব
গল্প শোনায়- বীর বিজয়ীর ! ও লক্ষী মেয়ে তোমার কথায়
আবার নাকি মাটির বুকে আকাশভরা এ তারার আলোয়
সে ঘর বানাবে সসপ্তপদীর ! আহা, এখন শান্ত সব ।
(৫) (৬)
কেমন করে তোমায় বলি ? ইচ্ছে করে আগের মত
তোমার সঙ্গে দূর বহুদূরে- উল্কি আঁকি ওই শরীরজুড়ে
নোনতা-মিঠে ইচ্ছে কলি ইচ্ছে করে সাপের মতো
বৃষ্টির মতন পড়ুক ঝরে । জড়িয়ে রাখি এই বুকের পরে’ ।
(৭)
সাগর পাড়ে ঠেকলে তরী
শঙ্খচিলের ডানার ছায়ায়
ইচ্ছে মতো জানবে তুমি ,
মুক্তা মালার সে হিসেবখানি ।