নারী, প্রেম এবং মৃত্যু
: নারী :
সন্ধ্যার রেঁস্তোরায় , মুখোমুখি আমি আর শঙ্করী ;
এলো চুলের সুরভি, তনুর কোমল আভা,আর-
মেঘলা চোখের মায়ায়- প্রলীন এ হৃদয় । তাই বুঝি
এ পৃথিবীর চিত্রশালায় সুদূর কৈলাশের গুনগুন ;
হাতে হাত ছূঁলে – কোটি নক্ষত্রের বেগে
হেমন্তের হাহাকার সরে শূন্যতা ভরে দেয়
কচি প্রবাল । ঝরে পড়ে রাঙা শিমুল পলাশ ।
: প্রেম :
সুচতুর বজ্রের আড়ালে
নিঃশব্দ রাত্রির অন্ধকারে তোমার অন্তহীন প্রেম
যেন ইন্দ্রধনু বিরাট আকাশ ।
সরস অধরের স্পর্শে প্রলুব্ধ মন
নৈকট্য চাই চাই আরো নগ্নতা- প্রত্যেক শব্দে, শরীরের এঁষেল গন্ধে ।
তাই আমার কালো বুনো মানুষটা ফণা তোলে যতবার
অস্পষ্ট আঁধারে প্রশ্লিষ্ট মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে ততবার ।
আর পাশে নির্বোধের মতো
পূর্ণিমার চাঁদ ঝরে যায় বিশেষণহীন ।
: মৃত্যু :
অবশেষে ঘুমহারা শান্ত দু’চোখ
উপরে নীল আকাশ, পাশে অসীম জলরাশি
শুধু নিঃসঙ্গ ভেসে যাবার পালা- অন্তহীন পথে ।