রাত্রি নেমে এলে-
সূর্য কেমন মূর্খ হয়ে যায়!
জল-স্থল আকাশের নীল চাঁদ বাহার,
..নির্নিমেষ একাকার ।
পৃথিবী এক কফিন বন্দি অন্ধকার !
তবুও স্বাধীনতা ভীষন রকম-
উদগ্রীব বেয়াড়া মন ,
নীলসাগরের বুকে ডুব দিয়ে দারুচিনি দ্বীপ হতে-
তুলে আনে হাজার বছরের সেই বনলতা সেন !
হুবহু পাখির নীড়ের মতো সেই চোখে-
নেই আর গাঙুড়ের ঢেউ । শুধু দীর্ঘ বালির চড়া ।
তবুও নির্দ্বিধায় শিখিয়ে দেয় –
…..জন্ম-মৃত্যুর সঙ্গম ।
প্রতি রাত নীরবে বলে যায়-
একটু একটু করে ফুরিয়ে যায় বনলতা …
এই বাংলার মতো !