(১)
সবুজ ধান ক্ষেতের পাশে
শুকনো কাশ ফুলের অভিমান ঝরে পড়ে
নয়নজুলির কালো জলে .....
সে নাকি আবার আসবে ফিরে- শরৎ যদি আসে !
(২)
নগর-সভ্যতা, আকাশ-পৃথিবী
যদি বদলে যায় তো যাক.....
তুমি , ঐ খোলা চুলে, তোমার হাসি থামিও না
তাহলে আমি আর কবিতা লিখতে পারবো না !
(৩)
আজ সাদা কাপড়ে বন্দী
বন্দী বিলাস বৈভব , সকল সাধ ।
অন্ধকার আগুনে মেশা আর হারানোর খাতায় নাম লেখা ।