সময় ফুরিয়ে যায় – তুমি আসো না ;
অলক্ষ্যে মূক-বধিরতা বেড়েই চলে, বেরঙ স্বপ্ন-দৃষ্টি
মোমের মতো হৃদয় শুকিয়ে কাঠ । এক জীবনে
ভুল তো হয় – আমারও ছিল ; তাই বুঝি
এতোদূরে এমন নীরব নিঃসাড় নির্বাসন তোমার, যে
আকাশের পানেও চাইতে পারি না আর,
বারবার ভেসে ওঠা কষ্ট-ঘন নীল অভিমানি মুখ
এ হৃদয় ছিন্ন-ভিন্ন করে । মৃত কাশফুলের মতো
ডুবে থাকি রুক্ষ বালুচরে ।
একবার সুযোগ দিলে-
হৃদয় ছিঁড়ে তোমার দু’হাতে দিয়ে,
নির্নিমেষ নতজানুতে নির্দ্বিধায় বলতাম-
‘যা খুশি সাজা দাও প্রাণপাপিয়া’।
সব অতীত মুছে দিয়ে আজ
তুমি কি পারো না আর একবার…
আঁধারের বুকে স্বাতি হয়ে ফুটতে ?
দীর্ঘ শূন্য অবকাশ ভেঙে মুখোমুখি হই দু’জনে ;
মর অলকায় রুদ্ধ হৃদয় ছুটুক সমুদ্র বেগে ।
না হয় আরো একবার- সিন্ধুর বুক উঠবে দুলে ;
হাঁটুজলে আমাদের ঝিনুকে মুক্তো খোঁজা দেখে ,
না হয় আরো একবার- আকাশগঙ্গায়
ছায়াপথ-তারা-চাঁদ ঈর্ষায় মরবে জ্বলে
আমাদের ইন্দ্রধনু প্রেম দেখে ।