তোমার-আমার প্রেম
জন্ম-জন্মান্তর; নিটোল মিথ্যে কথা –
তবু তো ঢের সান্ত্বনা প্রাণে ।
তাই বুঝি,
তুমি আমি স্বাচ্ছন্দে পারি-
আগুন শরীরে হিস্ হিস্ শব্দে
চাঁদের গায়ে চাঁদ লাগাতে ।
তুমি-আমি
আমি-তুমি
জন্ম-জন্মান্তরে বড্ড বিশ্বাসী;
তাই বুঝি, নির্দ্বিধায় -
উৎসবের অঙ্কুর বের করে আনি,
যেখানে স্বপ্ন লেজ গুটিয়ে নেয়
যেখানে মৃত্যু-ভয়ংকর ।
তুমি,
আমি,
জন্ম-জন্মান্তরের
এক আশ্চর্য বীজ !