:এগিয়ে চলা: (১)
সময়- সে তো শিকারী পাখি ;
কখন চঞ্চু ছূঁয়ে ভেস্তে দেবে সব ।
জোয়ার ভেজাবে দগ্ধ বালুচর ,
বলো তুমি - আর কাঁহাতক অপেক্ষা ?
সময় ও ইচ্ছে , এ দু’টির কোনো একটি-
তখন যদি না থাকে ।
বরং পিছনে পড়ে থাক-
আমাদের দু’জনের পদচিহ্ন;
নুড়ি, মৃত ঝিনুক ,চূর্ণ শঙ্খের মাঝে ।
সামনে অসীম নীল সমুদ্র আমাদের ডাকে …..
:স্বীকারোক্তি: (২)
সমুদ্র গভীর , আর কতটুকু ?
তোমাকে ভাবতে গিয়ে খেই হারিয়ে ফেলি- যতটুকু ।
ঢেউ-এ দোলা-
সে তো তোমার হাসির এক ঝলক ।
মানো আর না মানো
দু’চোখের আকাশ নীল গভীরতায় লেখা-
আমার সব কবিতা, পুড়ে ছাই হয় ;
- তুমি আঙুল ছোঁয়ালে ।