যখন ঘুমায় শহর
আদিম রাত ওগো আদিম রাত
নেমে আমার বুকে
সকল নক্ষত্র জ্বলা দু’টি চোখে, পুরুষ হয়ে
ঋদ্ধ কিছু শব্দ দাও
একটু একটু
নিয়ে
তার ঔরস
শাপ মোচনের কবিতা বুনি ।
যখন ঘুমায় শহর
রাত-পুরুষ ওগো দৃপ্ত পুরুষ !
আমায় ভেঙে দাও কঠিন হাতে;
টুকরো টুকরো আমার
নতুন জন্ম হোক
নক্ষ্ত্রপুঞ্জের মতো জ্বলে ,
আঁধার পৃথিবীতে আলোকের গান বুনি ।
যখন ঘুমায় শহর ;তখন
কাল-পুরুষ জ্বলে আমার বুকে ।