হিমসিক্ত মধ্যরাতে ,তুমি, ঘুম না ভাঙালে
কি করে জানতাম ? এই পৃথিবীর বুকে বেঁচে আছি
ঈগলের ক্ষুরধার চঞ্চুতে থাকা পক্ষি শাবকের মতো ।
তোমার ঠান্ডা নরম আঙুলের এলোমেলো স্পর্শ
এলো চুলের ঘ্রাণ না পেলে ; কি করে বুঝতাম ?
কীটদষ্ট জীবনে প্রেম এখনো খেলা করে সংগোপনে ।
বাইরে কুয়াশামাখা পাতলা চাঁদের ক্ষীণ জোছনা
ঘরের ভেতর ,মনের ভেতর শিরশিরে হাওয়া ঠেলে দেয়
কাছে তোমার কাছে । খোলা স্তনের বুকে ডুব দিলে
শব্দহীন অরফিউসের গান ভেসে ওঠে হৃদয় তন্ত্রীজুড়ে ।
তুমি না এলে, কি করে আমার এমন জন্ম হতো ?
কি করে বুঝতাম ? পৃথিবীর বুকে এতো মায়া, এতো প্রেম আছে জমা ।
চঞ্চল, উৎসুক তোমার লোমশ যৌনাঙ্গে নেমে এসে নক্ষত্রদল,
মরা এ বুকে দিলো আগুন , আর মধ্যরাতে জন্ম হলো নতুন কবিতার ।