সকল অভিমান ভেঙে দিয়ে
দাও খুলে দাও হৃদয়-দুয়ার
ঝরুক আজ ঝরনাধারা ;
চোখেচোখে প্রাণ বিনিময়ে
হারানো সুর উঠুক বেজে আজ
রক্তরাঙা হৃদয় মাঝে ।
সরল কথা বলে যাও খোলাখুলি
ছলাকলায় সরিয়ো না কাজল আঁখি
বন্ধ হোক সকল লুকোচুরি ;
আলগা করো শরীর বাঁধন
দেবযোনি গন্ধের উচ্ছ্বাসে
শিশির-সিন্ধু আজ উঠুক দুলে
চলো- ঠোঁটে ঠোঁট ছূঁয়ে
ডুবে যাই কাদামাটির জীবনে, শূন্য হৃদয়ে
বাজুক মাটির সানাই ।