কে তুমি ? দীপ জ্বালো
সাঁঝের দুয়ার ভেঙে অন্ধ ঘরে !
মানবী তো নও; সে আমি চিনেছি
নির্জন ঘন নীল আঁধারে ঝরে ঝরে ।
জলের মতো শরীর তোমার ; বুঝি
স্নান সেরে এখনি এসেছো পূণ্য মন্ত্র শোনাবে
গীতা বাইবেল কোরআন হতে …..
কোন জাতের তুমি কোন বা দলের ?
কে তুমি ? অমন মদমস্ত চালে
নন্দন-কাননের সুরভি ঢেলে ,কেনো আজ-
মগজের সব বেহদ্দ কুটিল ষড়যন্ত্র
….বানচাল করো ! কে তুমি !
অমাবশ্যার রাতে বু্দ্ধ-পূর্ণিমার মতো
উন্মোচিত জলের শরীর হতে
কুচকুম্ভ মথিত গন্ধর্ব নিঃসৃত রেণু ;
ঝরাও আমার অঙ্গময় ; তবু আজ
আমার তলপেট কাঁপে না ,
শিরা স্ফীত হয় না কাম বীপ্সায় ।
শুধু নীরবে দেখে যায়
এক ফোঁটা জলের রঙ আর ব্যাপ্তি ।