যখন ইচ্ছে করে
রোদ্দুর হতে নীল আকাশ তলে
কে যেনো ছিনিয়ে নেয় গো বুকের লাল সূর্যটি।
দিন গড়িয়ে সাঁঝ এলে ,
ইচ্ছে করে, অসীম রাতের বুকে
একটি তারা হয়ে জ্বলতে ;
ফুটে হাজার তারা সকল স্থান নেয় গো ভরে ।
শূন্য হৃদয়ে আপন ঘরে,
ইচ্ছে করে, লুকোচুরি খেলি স্বপ্নের সাথে;
কে যেনো যায় গো বলে- সে সব মিশে আছে বালুচর জুড়ে ।
ইচ্ছে করে পাখির মতো
যাই উড়ে যাই অন্য কোথাও,
ডানা ছড়িয়ে বিস্ময়ে দেখি- কোন কাকভোরে
ঝরে গেছে মাটির ‘পরে আমার সকল পালক ।।
কারা যেনো চিৎকারে বলে যায়-
এখন আর সাধ থাকতে নেই ! ওড়ার আকাশও যে নেই ।