আমার শূন্য হৃদয় পূর্ণ করে,            
একদিন এসেছিলে এই ভবে,                                
সুখ পাবারই কথা ছিল দুঃখ কেন হবে?  
আমার গৃহ শূন্য করে,                    
চলে গেছো অন্য নীড়ে।      
দেড়-যুগ পরে তিন পুত্রের জননী করে,
ছেড়ে গেলে অন্য নারীর হাতটি ধরে।
পর-নারীতে আসক্ত ছিল তোমার জীবন,
এ জগতে আমিই ছিলাম তোমার আপনজন।
স্বর্গময় পরিপূর্ণ সংসারটাকে,        
আপন হস্তে ভেঙে কেন দিলে?    
আপন গৃহে ফাঁকি দিয়ে,  
সুখ খুঁজলে অন্য দ্বারে।
তব কি লাভ হল এ জগত সংসারে।
মায়ার বাঁধন ছিন্ন করে,  
চলে গেলে বহু দূরে।  
যুগ হতে যুগান্তরে, স্মৃতির পাতায় ভরে,
কাঁদালে চার জোড়া নয়নের জলে।  
দেড়-যুগের কামলা মোর গেল বিফলে।  
আপন ঘর ছিন্ন করে,    
সাজালে অন্যের ঘর।        
অভিশাপ দেব না কভু প্রিয়,
যতই কোরো তুমি আমায় পর।
তোমার এ প্রজন্মের ফসল রইল আমার ঘর।
এই অবনীতে তোমার নেই কোন তুল্য,  
হৃদয়হীনা তুমি দিলে না আমার প্রেমের মূল্য।
পর-নারীর হাতটি ধরে,  
চলে গেলে এ হৃদয় শূন্য করে।
তবু কমেনি মোর ভালোবাসার জোর।
তব শূন্যতা নিয়ে কাঁদি নিশি প্রহর।  
প্রেম পূর্ণ হৃদয় খানি মোর শূন্যতাকে ঘিরে,
জীবন প্রদীপ এইবার বুঝি মোর এসেছে ফুরায়ে!