অজানা অচেনায় মন হাবুডুবু খায়,
খোলা আকাশের জোছনা ছড়ানো মায়ায়।
জানিনা কোথায় পাবো প্রিয়জনের ঠিকানা,
রাত দিন শুধু অকাতরে ভেবে মরি
কোন সুদরে গিয়ে ভিড়বে এই তরে।
যার কাছে এই মন প্রাণ বাঁধা
সে হয়তো হবে আমারই অনুরাধা।
প্রতিটি প্রহর জেগে লিখি ঝাড়ো বেগে,
কত উপন্যাস কত কবিতা কত ছড়া কত গান,
জানিনা কখন পাবো এই লেখার প্রতিদান।
যার জন্য সারাক্ষণ উতলা এই মন,
সে হয়তো আমার চির অচেনা প্রিয় জন।
জানতাম যদি সেই হবে চির সাথী,
এ জীবন সপে দিতাম মালার ন্যায় গাঁথি।
পথ ভুলে যদি যাই চলে থরে বিথরে,
যে আমাকে আপন ভেবে লইবে করুনা করে,
হে প্রভু তুমি তাকে পৌঁছে দাও আমারই দ্বারে।