আকাশেতে উড়ে যায়,
এক ঝাঁক পাখি।
গাছের ফাঁকে বসে
করে ডাকাডাকি ।
নিঝুম নিরালায়
কুহু কুহু গান গায়
ভরে যায় বুক।
কোথাও কি আছে?
সকাল-দুপুর সাজে
এমন মনোরম সুখ।
আমি যদি হতাম পাখি
নিজের ইচ্ছায় যেতাম ডাকি।