মক্কা শরীফের পবিত্র স্থান
কাবা ঘর তার নাম,
যার দিকে লক্ষ্য করে
নামাজ পড়ে সকল মুসলমান।
শোনো শোনো মুমিন ভাই,
কাবা ঘরের তুলনা যে নাই।
কাবা ঘরে ঢুকলে পরে -
ক্ষণে ক্ষণে হৃদয় জাগে,
কেন জান্নাতের ছোঁয়া পাই।
জমজম কূপের পানি পানি,
নিয়ত করে সেই পানি করলে পান
সুদ পূর্ণ কবে খোদা মেহেরবান।
তাওয়াফ শেষে সাইর করে -
উমরা পালন হলো শেষ।
একবার ওমরা করার পরে -
কাবা ঘরের আর ওমরা নয়
দ্বিতীয়বার নেট করতে হলে
মক্কার সীমানার বাইরে যেতে হয়।