অতি ভালবাসার ফলাফল,
বুকে ব্যাথা চোখে জল।
ভালবাসা ক্ষণিকের উপশম,
দেহে বাড়ায় জ্বালা-
ভেঙ্গে দেয় মন।
প্রিয়জনকে না দেখে-
থাকা যায় কতক্ষণ?
এক সেকেন্ডের জন্য-
চোখের আড়াল হলে,
প্রাণ আর নেই যে বুকে
বিনা রোগে ভোগে
মনে হয় প্রাণহীন দেহ-
বোঝে নাতো কেহ।
বড় কষ্ট এ বুকে,
মুখ দেখে বুঝে কি লোকে?