সবুজ ঘেরা বাংলা আমার
দেখতে অপরূপ !
জন্মভূমির যে দিকে তাকাই,
ভরে যায় বুক।
কুহু কুহু পাখির ডাকে -
প্রাণ ছুঁয়ে যায়,
বাংলাদেশের মতো আমি,
দেখি না কোথাও।
ধন্য আমি পূর্ণ আমি,
জন্মেছি এই দেশে।
যতদিন বাচবো আমি যাব -
বাংলাদেশকে ভালোবেসে।