বাংলা আমার হৃদয়ের ভাষা,                                    
সকল তৃপ্তির মেটায় আশা।                                       বাংলা মোদের শহীদের রক্ত,
বাঙালির হাত করেছে শক্ত।
বাংলা ভাষার মধুর কথা,
রয়েছে সবার প্রাণে গাথা।
বলে বাংলার তরুণ ছেলেরা,
ক, খ ছাড়া নিরুপায় মোরা।
তাদের স্মরণে গাহি গান,
ভাষার জন্য দিলে যারা প্রাণ।
সালাম,বরকত,শফিক ভাই
তাদের স্মরণে শ্রদ্ধা জানাই।