তুমি ছাড়া এ জীবনে-
বেঁচে থাকা দায়্।
বলে দাও হে প্রাণ-প্রিয়,
আমি করি কি উপায়।
ভালবেসে একা থাকা-
বিভীশিখার মতো!
কেউ বোঝে না-
এ হৃদয়ে যন্ত্রণা যে কত?
রাত এলে ঘুম আসেনা
চোখের জলে বৃষ্টি নামে
তোমার কথা ভেবে?
বেঁচে থেকেও মরে গেছি,
পতি হারানোর শোকে।
তুমি ছাড়া এ ভূবণে-
থাকবো কি করে?
দেহটাকে রেখে গেলে-
হৃদয় শূন্য করে।
তুমি ছাড়া হৃদয় আমার
পাল-বিহীন তরি
বেঁচে থেকে একা একা
বলো না কি করি?
তুমি বিনা বেঁচে থাকা-
সত্যিই আমার দায়!
তুষের অনলে পুড়ে
ভুগি বিষন্নতায়।