শহর-নগর খেলো তোমরা নগরের অধিপিতা
কর্মের নামে ডেকে এনে দাও অশেষ প্রতিযোগিতা।
প্রত্যূষে উঠে শৌচাগারে লাইন, পানি নিতে দিনের অর্ধেক আয়ু খোয়া
নাস্তায় জুটে চা-রুটি নতুবা নিত্য না খেয়ে কর্মের খোঁজে ছুটা।
ভিড়ে ঠেলাঠেলি হন্যে হয়ে বাসে বাসে ঘুরা
এ যেন গালাগাল আর ঘর্মগ্রন্থির মিলনের আস্তানা।
কেউবা বলে, “আরে ভাই গায়ে উঠবে নাকি? সামলে দাঁড়া”
হেলপার বলে, “উঠেন ভাই, বাস এখনো অনেকটাই ফাঁকা।”

রাস্তায় হাঁটি আর ফুটপাতে, জীবনের নেই কোন মায়া
লুটে নেয় সর্বস্ব ছিনতাইকারি কিংবা বেপরোয়া গাড়ির চাকা।
বেঁচে গেলে, আবার কর্মের এ খেলায় জীবন বাজি ধরা
মরে গেলে, জীবন বেচে মায়ের জন্য এ শহরের অশ্রুগুলো কেনা।