প্রায়শই দেরি হয়ে যায়
দেরি হয়ে যায় বাবার প্রস্থানের আগে ভালোবাসি বলতে
দেরি হয়ে যায় বেলা ফুরানোর আগে মায়ের নীরব চাহনি ঘুচাতে
দেরি হয়ে যায় ভাইয়ের বুকভরা আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে
দেরি হয়ে যায় বোনের কান্নাভেজা চোখের জড়িয়ে যাওয়া অনুরোধ রাখতে।

প্রায়শই দেরি হয়ে যায়
দেরি হয়ে যায় বউয়ের বারংবার উপেক্ষিত আবদারটা পূরণ করতে
দেরি হয়ে যায় ছেলের অনেক শখের ফিতা-ওয়ালা জুতোজোড়া আনতে
দেরি হয়ে যায় কন্যার পুতুল নাচের আয়োজনে প্রধান অতিথি হয়ে আসতে
কালক্রমে এভাবে দেরি হয়ে যায় স্বপ্নের হাটের টিকিট গুলো কিনতে।