শীত এসেছে ভাটির দেশে
কুহেলিচাদর গায়ে জড়িয়ে।
পুলি-ভাপা-চিতই পিঠা গুড় মাখিয়ে
ভোরের আলোয় খাচ্ছে সবে।
হাঁক ডাকিয়ে বলছে মিষ্টিকাকা,
“নিবে নাকি গরম গরম জিলাপি আর মিষ্টি মোয়া?”
কচকচে নোট ভাঙ্গিয়ে খুকু নিল জিলাপি-মোয়া
টসটসে আর মচমচে জিভটা যেন মধুমাখা।
দুপুর বেলায় গরম ভাতে আলু-বেগুন-টাকি ভর্তা
টমেটো আর ছোট মাছ, দাদু বলে, “আহ! কি মজা।”
সন্ধ্যেবেলায় খড়-পাতায় আগুন জ্বালিয়ে
খোশগল্পে শিশু-কিশোর-বৃদ্ধা।
হিম বাড়িয়ে রাত্রি আসে ঝেঁকে
কাঁথা-কম্বল-লেপ মুড়িয়ে ঘুম নামে - শীতকে জয় করে।
ভুলনা তোমরা অসহায়-দুঃখীদের- শীত যাদের না সহে
শীতের আমেজ ছড়িয়ে দাও, তোমাদের চিত্ত যেরূপে মাখে।
আমি-তুমি-আমরা সবে একি মাটি দিয়ে গড়া
প্রকৃতিরই শ্রেষ্ঠ রূপে গেয়ে উঠি “আমরাই সেরা।”