আমাকে চিনতে পেরেছেন?
আমি রাজনীতির দেবতা, ভোটটা আমায় দিবেন
সংসদে, টকশোতে, জনসমাবেশে কথার ফুলঝরি ফুটায়
প্রতিপক্ষ কিংবা কিছু সুশীল কটাক্ষ করে মিথ্যাবাদী অপবাদে
অবশ্য আমার গায়ে এসব স্পর্শ করে না,
বরং রাজকোষ থেকে তাদেরকে চাল-ডাল কিংবা বুলেট-বারুদ খেতে দিই
আমাকে কি কখনো দেখেছেন ভুল স্বীকার করতে, ক্ষমা চাইতে!
দেবতাদের ভুল নেই, অন্যায় নেই, তারা শুধু ক্ষমা করতে জানে।
ভোটের সময় আপনাদের হাতে হাত রাখি, কাঁধে কাঁধ মিলায়
আড়ালে কি জানি জীবাণুনাশক স্প্রে দিয়ে অবগাহন করি কিংবা নরবলির খুন।
সভাকবিদের কণ্ঠে আমি মহীয়ান-মহীরুহ, নেই কোনো ভুল
কেননা আপনাদের প্রার্থনায় আমার স্বর্গ বিপুল।