মাহে রমজান, প্রভু তোমার সুমহান উপহার
দাও প্রভু দাও আমায় উপহার রাখার ভার।
সংযম আর তাকওয়া প্রতিটি ভাঁজে ভাঁজে
বুঝার আর দীক্ষার তৌফিক দাও অন্তরে।
রোজারই ফজিলত গায়ে মাখুক আষ্টেপিষ্ঠে
কবুল কর প্রভু তোমারি গুণগানে।
দুনিয়া-আখিরাত তোমারি সৃষ্টি প্রভু
রোজার ওসিলাহে আমায় কর তোমার ভীরু।
জানা-অজানায় গুণাহ্ আমার পাহাড় সমান
ক্ষমা কর প্রভু, তুমি আর-রহমান।