এ জীবন, তোমার মরণ
কোন এক শিশির কিংবা বৃষ্টির দিন
চোখের কালি মুছে, অঝোর বৃষ্টি ঝরে
আমিও দেখেছি ঝর্ণা ধারায় ক্ষয়ে যাওয়া পাহাড়ি দিন।
বহমান মহাকাল, কিছু স্মৃতির আবদার
হতেও পারে প্রখর রোদে পুড়ে ছারখার
হোক না সেটা ছাই, কিছু পাই বা না পাই
তবুও আমি ইতিহাস,
হেতু, শিলাখন্ডে অনিশ্চিত চাষাবাদ।