চুপচাপ, কোনো কথা নয়
আগলে রাখি, কোনো শঙ্কা নয়
কৃষ্ণচূড়া লাল মেখে হোক রঙিন
তবু একপলক দেখে আসা নয়।

শিশিরবিন্দু ছুঁয়ে দেখা নয়
আলতো সবুজ বায়বীয় নয়
পদ্মফুলে নেচে উঠুক অহি
তবু একপলক দেখে আসা নয়।

সূর্যস্নানে গা ভাসাতে নয়
বৃষ্টিস্নাত জ্যোৎস্না চির অধরা নয়
কাশবনে ফুটুক শুভ্র সারি
তবু একপলক দেখে আসা নয়।