বদ্ধ আত্মায় মোহের টোকা
সুশ্রী দর্শনে উন্মুক্ত কপাটিকা।
শুভ্র ধোঁয়া পাহাড় চূড়ায়
স্বর্গ নেশা অচিন দেখায়।
মেঘলা আকাশ নম্র ভাবায়
অনিল পরশ চিত্ত জুড়ায়।
বৃক্ষ নীড়ে শীতল ছায়া
রুক্ষ দেহে সবুজ আঁকা।
হ্রদের বক্ষে চিত্র গুলি
তিগ্ম মোহে, আবার হিয়া আবেশী।