আমি মৃত্যুকে প্রত্যক্ষ করেছি
করেছি লালন শৈশব থেকে
দেখেছি তার ভয়ংকর রূপ
যেভাবে গ্রাস করেছে আমার আত্মাকে।
মৃত্যু আমায় করেছে পিতৃহারা
বঞ্চিত করেছে দাদার স্নেহ-মমতা
আরও হারিয়েছি অজস্র মায়ার ভাণ্ডার
হয়েছি আমি মাটিহীন পাথর।
মৃত্যু তুমি বড়ই নিষ্ঠুর
তোমার কাছে নেই মমতার কদর
তুমি নেমে আসো কারো চোখের জল হয়ে
আত্মীয়ের বন্ধন ছিন্ন করে
আবার কাউকে দাও সাময়িক সুখ
প্রতিহিংসার অনল জ্বেলে।
মৃত্যুর রয়েছে সুবিশাল হাত
রেহাই পাবেনা শীর্ষধনী কিংবা অনাথ
শত ঘৃণা-ভীতি সত্ত্বেও আমরা মৃত্যুকে করি বরণ
বিধাতার বিধি মানিতে আমরা করিতে পারিবনা বারণ।
#আগস্ট ১৯, ২০১৫