দাদু আমি পাশ করেছি
    বায়না তোমায় করবো হাজার।
    ছুটবো এবার ইট-পাথরে
    বাগড়া দিবে না তুমি আর।

   অচিন আলো ছোঁবো আমি
   দেখবো তোমার ট্যাবু জাল।
   রঙিন বস্তু কিনে দিবে একখানি
   বলেছিলে হেসে, সাক্ষী হরিলাল।

   খুশিতে খুব চিত্ত নাচছে
   মায়ের বকা খাবো না আর।
  দেখবো জগৎ কৌঠায় বসে
   হবো তোমার বারণ পার।

   দাদু তুমি কথা বলো
   বিদায় দাও উদার হেসে।
   গম্ভীর হয়ে বললো দাদু,
ফুল নয় ইট-পাথরে শ্যাওলা জন্মে।