মুখে ওদের স্বর্গের বাণী
দরবেশ লেপে গায়ে
একহাতে তাদের খুনের ব্যবসা
অন্যহাতে মেকি দান-দরিয়া
উপরন্তু খোদার কাছে ব্যবসার আয়ু মাঙে!