নীতি ওদের মুখে মুখে চায়ের কাপে ঝড় তোলে
ফেইসবুকেরই পৃষ্ঠায় পৃষ্ঠায় খইয়ের মত ঠিকরে পড়ে
সুদ-ঘুষ আর যৌতুকপ্রথা
বাদ যায় না কারো চরিত্রকথা
বিত্তমাখা স্বজন দুর্জন হলেও, নীতি ভুলে কহে, “পুণ্যবানের কপাল খোলে।”