জীবন শুরু হয় জন্ম দিয়ে
মৃত্যু টানে তার সমাপ্তি
তার মাঝে ঘটাও কত কাণ্ড
মনে করোনা, জীবনটা অনন্তকাল ব্যাপ্তি।
পৃথিবী দিবে তোমায় ক্ষণিকের আশ্রয়
যেমন থাকো তোমার আত্মীয় নীড়ে
পৃথিবী তোমায় রাখবেনা আজীবন
যেরূপ তোমার আত্মীয় করে।

ক্ষণিকের মাঝে করো কিছু মহৎ
প্রয়োজনে বিলিয়ে দাও স্বীয় প্রাণ
ধরাবাসী ভালবেসে রাখিবে মনে
পাবে তুমি আজীবন সম্মান
বলিবেনা কেউ, মরেছ তুমি
বেঁচে থাকবে চিরকাল
মানবের মাঝে রেখেছো সুকীর্তির স্বাক্ষর
বয়ে চলবে যা মহাকাল।



#জুলাই ১১, ২০১৫