আজ সর্বত্র নেমেছে অন্ধকার
জেগে উঠেছে হায়েনারা
নেই কোনো আলোর উজ্জ্বল আভা
দেখবে কিভাবে তাদের হিংস্র চেহারা।
কামড়ে কামড়ে খাচ্ছে আমাদের
বেড়েছে তাদের লোভ লালসা।
ধ্বংস হচ্ছে অসহায় জাতি
নেই যে কোনো পাহারা।
রক্তচোষা পশু তারা
সেজেছে মানুষের রূপে
বসছে তারা জাতির কাঁধে
নেমেছে আঁধার জাতির ভাগ্যাকাশে।
জেগে উঠো সাহসী বীর সন্তান
রক্ষা করো জাতিকে
দেখিয়ে দাও তোমরা বীরত্ব
যেভাবে দেখালে একাত্তরে।
#জুলাই ০৯, ২০১৫