বিষময় রক্তে মাখামাখি ফুসফুস
ছিঁড়ে যাচ্ছে সব শিরা উপশিরা
হচ্ছে তার রং বদল
শুকিয়ে যাচ্ছে বেঁচে থাকার অমৃত রস।

দূষিত বাতাসের স্পর্শে
দূষণ লেগেছে প্রবাহনালীতে
বিশুদ্ধহীনতার স্তর বাড়ছে
বর্জনীয় বর্জ্যকণায়।

ধীরে ধীরে রোদন হচ্ছে
প্রাণ রসের আসা-যাওয়া
মহোৎসবে মেতেছে ক্যান্সারের অণুকণা
মরে যাচ্ছে শত চেষ্টার বাঁচার আকাঙ্ক্ষা।

অবশেষে সর্বশক্তি বিলীন হয়ে
এক দীর্ঘ আপসোস নিয়ে
হয়ত অবহেলায় নয়ত অভিশাপে
ফুসফুস বরণ করছে, এক মানবিক অপঘাতে মৃত্যু।