তরী আমার ছিল বিশাল,
                 আমি দক্ষ মাঝি।
যাত্রী আমায় সঙ্গ দিল,
         বাউল সুরে আমি সেই পাঞ্জেরী।

হঠাৎ করে ঝড় উঠিল,
                হাওয়ায় গেল পাল,
দু-এক জায়গায় ফুটো হলো,
      আমি খেলাম প্রথম হোঁচট, এগিয়ে দিলাম গাল।

খোদার অশেষ রহম হলো,
                ঝড় টা গেল থেমে।
আকাশ তবু থমকে রইল,
      দু-চারটে ধমক আর কটু কাব্য নিলাম মাথা পেতে।

খানিক বাদে অধুনা সুরে,
              এলো এক অচিন দাঁড়ি।
থেমে থেমে সাইরেন বাজায়,
               যেন এক ঈগল পাখি।
ছোঁ মেরে সব যাত্রী নিলো,
            থুথু খেল আমার নাও।
কে গেল মহাকালে,
      তুমি কি তার হিসাব পাও