মহাবিশ্বের মহাজাগতিক নগরে–
বালির কণার মতো অতিক্ষুদ্র;
তবুও কী দাপুটে দেখো আমাদের পৃথিবী
আর বিধাতার অপরূপ সৃষ্টি মানুষ,
স্রষ্টার সরাসরি যোগ্য প্রতিনিধি।
অথচ কী অসহায় শুরু তার,
অচল মুদ্রার মতো কাতরায়
অপরের সাহায্য আশায়।
আর সব প্রাণীকুল যেখানে সবল-সচল
জীবনের প্রথম যাত্রায়,
গ্রহটির ধূলিকণা আর জলের আধার
কত শত জনমের যেন চেনা তার,
মাটির উষ্ণতায় মিশে
নিজেই খুঁজে নেয় নিজেরই আহার।
যেখানে মানুষ অহর্নিশ লড়ে যায়
প্রতিকূল পরিবেশে বাঁচার আশায়
বিধাতার সৃষ্টি লীলায় কী আজব কাণ্ড দেখো,
সব সৃষ্টিই পৃথিবীর ওয়ারিশ
মানুষই শুধু প্রেরিত, অতিথি ধরার;
নয় তারা এ গ্রহের আদি উত্তরাধিকার।