যে মুখের আলো লেগেছিল সে চোখে
যে প্রেমে নয়ন জলে সহজ বিম্ব দেখে
যে দেখা অল্প সময় লজ্জায় চেয়ে ভয়
যে প্রেম কল্পনায় জাগে কল্পনায় ক্ষয়
যে দেখা পথে পথে ক্ষণিক আকর্ষণ লয়ে নির্ভয়
যে হারিয়ে যাওয়া দিনের কোলে চিরদিনের হয়,
সে প্রেম উঠেছিল কতো কোটি বার
সে দেখা কতো নামহীন কবিতার
প্রেয়সী তোমার ঐ কোটি প্রেমের অহংকার
আমার প্রেমের কাছে পরাজিত শতবার।