জন্ম দিয়ে খুলছো বন্ধ যে ঘর,
বন্ধ যে দ্বার মৃত্যু দেয়ালের উপর,
যে গৃহে আলো দিয়ে হলো দেখা,
অদেখা বন্ধ মলাটে কালো লেখা ;
মৃত-শরীর দেখে কালো আলোর ভিতর,
দেখে দেখে সকল বন্ধ খবর কবর
খুলে গেল তোমার জ্ঞানের উপর;
যা ছিল অবহেলা ঘরে জন্মের পর,
খুলে দিয়ে দ্বার মৃত্যু দেয়ালের উপর
দেখে তারা তোমার ভালোবাসার সাগর।