নিরীহ প্রাণের মাঝে চুপিচুপি জেগে
বিকেলের শুষ্ক বাতাস নিয়ে গেছে তার স্বাদ,
অন্ধকারে নারিকেল গাছের মাথায়
চাঁদ চোখ টেপে মেঘের পর্দা ফেলে,
দূর আকাশ মুখ ঢাকে অন্ধকারে
দু'একটা নক্ষত্রের লজ্জার হাসি নিয়ে,
তেমনি এক ঘোরে এক রাতে
প্রথম দেখেছি তোমারে তোমার চোখে,
প্রথম স্বাদ চোখ টেপে
লজ্জায় তাই নত হই বারে বারে,
আজো দিনের ঘুমে রাত জাগে
আজো তুমি এত কাছে,
ভয় লজ্জা সে অনেক ছিল
এখন তোমার অভ্যাস তাদের ভয় পায় না,
তবুও ভালোবাসা বাঁচে
তোমাকে ভালোবাসি
কথার মর্মে লজ্জা আসে,
এই নিঃসঙ্গ অভ্যাসে
তোমার আমার প্রেম ঐ চাঁদে
লজ্জাবতী যে আকাশে।