একটা প্রেমিক বা প্রেমিকা যখন তার ভালোবাসার কাছে মূল্যহীন হয়ে যাবে.!
তাদের মধ্যে বিচ্ছেদ হবে, আর আপনি চাইবেন এমন একজন ভেঙ্গে যাওয়া মানুষকে ভালোবেসে আপনার করে নিবেন.!
সে আপনার সাথে অবশ্যই কথা বলবে,ভালো সময় পার করবে,তখন আপনার অনুভূতি ওই মানুষটার উপর বাড়তেই থাকবে ঠিক তখনই ওই প্রেমিক বা প্রেমিকাটা দেখবেন আপনার অনুভূতির মূল্যই দিচ্ছে না.!
আপনি তার কাছে মূল্যহীন.!
ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর মন, সততা, নৈতিকতা ও অঙ্গীকার করলে তা রক্ষা করা । আর এগুলোর সমন্বয়ে থাকলে একজন আর একজনের প্রতি ভালোবাসার টান অনুভব করে। অনেক সময় মানুষ ব্যক্তিগত কারনে, পারিবারিক ও সামাজিক কারনে ভালোবাসায় জ্বড়াতে চায় না। তাছাড়া আপনি যাকে ভালোবাসতে চান সে হয়তোবা অন্য কাউকে ভালোবাসে অথবা ভালোবাসার জন্য যে শারীরিক ও মানুষিক প্রস্তুতির প্রয়োজন তা হয়তো তার মধ্যে তৈরি না হওয়ার করণে হয়তোবা আপনাকে বুঝতে চাচ্ছে না ভালোবাসছে না।
এজন্যই বোধহয় কবি বলে গিয়েছিলেন, আমি যাকে চাই
সে আমাকে চায়না.! আবার যে আমাকে চায় তাকে আমি চাইনা.!