বেকারত্ব জীবন!
আমার জীবনটা একটু অন্য রকম,ম্যাট্রিক পরিক্ষা শেষ করতে না করতেই পরিবারের কথা ছিলো জেনো আমি চাকরি/কাজ কাম কইরা খাই.!
জিদ ধরে ইন্টার পাশ করি তারপর বাড়িতেই থাকা হয়, সরকারি চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন তামা তামা হয়ে গেছে.!
ঘুমাতে গেলে মায়ের বকবকানি, ঘুম থেকে উঠতে হয় বকবকানি শুনে!
আমার এমনও দিন গেছে খাইতে বসে খাবার সামনে চোখে পানি এসেছে।
ভাগ্য আমার সাথে এমন একটা খেলা খেলতাছে আমি যেটা করবো ভাবি সেটাই ভুল হয়, সেটা হবেই না আমার সাথে,আর যেটা করবো না ভাবি সেটাই হয়ে বসে থাকবে.!
সব সময় আমার চিন্তা,ভাবনার উল্টাটা হবেই হবে!
আমার তো এমনও দিন গিয়েছে আত্তহত্যা করার মত ডিসিশন নিয়ে পরক্ষনে ভেবেছি জীবন সুন্দর এটাকে উপলব্ধি করি!
মাঝে মাঝে মনে হয় এই সবকিছু ছেড়ে অনেক অনেক দূরে চলে যাই,
ভাল্লাগে না আমার এই সমাজ, এই জীবন,ফ্যামিলি কিচ্ছু ভাল্লাগে না আমার.!
যার সাথে প্রেম,মোহাব্বত,ভালোবাসা সে যাবে আসবে এটাই নিয়ম তবুও কষ্ট মানিয়ে একদিন সব ঠিকই হয়ে যায়,
কিন্তু ফ্যামিলির কাছ থেকে তো আলাদা হতে পারি না চাইলেও পারি না!
আমার ফ্যামিলির উপর আমার এক আকাশ অভিমান!