পায়ে পায়ে সন্ধি খেলায়
উঠানে টুপুর টাপুর বৃষ্টি
জানলা দরজা খুলতে গিয়ে
ঘৃণিত অকাল দৃষ্টি
মিটমিটিয়ে তারা হাসে
চমকে উঠা দাঁত
কণ্ঠে ভীষণ জড়িয়ে গেলো
অবাক সেই গান
পথ পেরিয়ে ঘাট পেরিয়ে
পৌঁছালে ট্রেন স্টেশনে
পিচ্ছিলতায় ঝাপটে ধরে
বৃষ্টি জ্যোৎস্নায় মাঝ উঠানে
পাতা ঝরার কান্না হাসি
লাটিম ঘুরে শেষ বিকেলে
সময় দেখতে ঘড়ির কাটায়
ফুরিয়ে এলো সন্ধ্যা কালে
লম্বা সময় পাশ কাটিয়ে
মুচকি হেসে চোখটা আঁকে
দেখতে তাদের হাজার বারণ
স্বপ্নলোকের কল্পনাকে।