ডানা ভাঙ্গা শালিক নীড় খোঁজে
সন্ধানী চোখ আটকে পরে একটা বহু প্রাচীন চেনা শহরে
খুশিতে দম আটকে আসে
ডানার ব্যথা বিসর্জন দিয়ে উড়ার চেষ্টা
প্রাণে টান দিয়ে অসুস্থতা বাড়িয়ে দেয়
বুঝ জ্ঞাপন হলো, মনে পরলো,
শহর ছেড়েছে শতাব্দীর ব্যবধান
সে সময় থেকে শহরে রোজ কারফিউ
টিয়ারর্সেলের চোখ জ্বলা ধোঁয়া
একের পর এক মৃত্যু ফাঁদ টপকে
এ শহর স্বাধীন
ত্যাগ তিতিক্ষার পর সুন্দর মাঠ, ঘাট, নদী বন্দর, আবর্জনাহীন রাস্তা।
শালিক টা কি বোকার মত শহরে আরোগ্যতা খুঁজে!!
শালিক তুই ব্যাধিহীন জীবন নিয়ে শহরে ফিরে আসিস।