বদ্ধ বাড়ি বদ্ধ ঘর
শোকের মিছিলে কেউ কারো
ছায়া মারায় না।
অন্ধ চোখ, রুক্ষ শরীর
ব্যথার জলে কেউ কারো শরীর
ছুঁতে চায় না
ক্লান্ত মুখ, বধির ঠোঁট
তেষ্টায় কেউ কারো জল হতে চায় না
নিষিদ্ধ পথ, কঠিন নিয়ম
বিব্রতকর বাড়িতে কেউ
পা রাখতে চায় না।
স্বল্প ঘুম, অল্প পথ্য
খিদের জ্বালায় কেউ কারো
ক্ষুধার কথা ভাবে না।
অল্প কথায় নষ্ট সময়
ক্রোধের আগুনে কেউ সেখানে
পানি হতে চায় না।
কঠিন জীবন মস্ত নদী
ঢেউয়ে ঢেউয়ে কেউ সেখানে
তরী ভিড়ায় না।
নিকৃষ্ট সমাজ, মৃত শহর
আঁধারে আঁধারে কেউ সেখানে
সন্ধ্যাবাতি দেয় না।
রঙচটা দেয়াল, ঝম ধরা টিনের চালা
প্রচণ্ড তাপে সেখানে বৃষ্টি হয় না।
তবুও মানুষ বাঁচে, অল্প অল্প আঁচে
শীতলতার আশায় জীবন বহে
এক এক ভিন্ন ধাঁচে।
তবুও মানুষ বাঁচে।