যান্ত্রিক কোলাহলে মলিন হচ্ছে ক্রমশ জীবন
হাত বাড়িয়ে পিছুটানে মৃতদের প্রাণ
আকাশ থেকে তারা খসে পরে রোজ
তবে শুকনো পাতারা করেনা আওয়াজ
সবাই যখন ঘুমে বিভোর
কানের কাছে সুর তোলে হতাশার নূপুর
একটা রাত যায় অনাদরে কারাগারে
বাকি রাতেরা খালি মিছিল সাজায়
হাঁক দেয় মশাল জ্বালায়
নিঃস্বতা ডেকে চোখ রাঙায়
ভর দুপুরে চেঁচিয়ে গলায় রক্তপাত করে
জীবনের চাকায় ধীরে ধীরে শিশির জমে
দীর্ঘশ্বাসের উত্তপ্ত হাওয়া
দৈহিকতায় তারা দিয়ে দিয়ে ছারখার
কলিজা পোড়া গন্ধে শহর তোলপাড়
অকথ্য শব্দেরা ডানা ঝাপটায়
চাতকের মত অপেক্ষা করে শুক্ল পক্ষের
জন মানবহীন শীতল পৃথিবীর মত
স্থান খুঁজে খুঁজে আহত প্রায়
হাওয়া বদলায় বসন্তের মিষ্টি বাতাস
শরীরে বিস্ফারণ ঘটায়।