জানি সে বিদঘুটে অন্ধকার
তবুও খুঁজতে মেলে দেই চোখ, সামনেই বুঝি একটা নষ্ট বাতিতে মাকড়শার জাল বুনা, বিদ্যুৎ চমকালেই জ্বেলে উঠবে আলো।
জানি সে শিল্পীর ফেলে দেওয়া কাঁটাকুটি স্কেচ, তবুও মেলে দেই মুঠো করা হাতের আঙুল, ভাবি কলমের বাইরেও আছে পেন্সিলের কিছু দাগ, একটু ঘষে ঘষে মুছে দিলেই হয়ে উঠবে সংশোধনী চমৎকার চিত্র।
জানি সে এখনো বহু দেশের নিকট অস্তিত্বহীন একটা দেশ, তবুও চালিয়ে যাচ্ছি উন্নয়ন নামক নিছক ছেলেখেলা,একদিন সবাই জানবেই সে একটা গোটা দেশ।
জানি সে স্থায়ীভাবে
ছেড়া ফাড়া একটা প্রকৃতি,
যাকে সেলাই করতে চিল্লাই রোজ
টানাই ব্যানার ফেস্টুন।
অতঃপর,
জানি সে একদমই আগ্রহী না, তবুও সেধে বসি কিছু খুচরা পয়সা অথবা ভুল করে কয়টা ভালোবাসা।