মানুষতো আজ মানুষ নয়রে,কয়াল
খাম-খেয়ালে,সে এক জন্তু ভয়াল।
ঘুষ নিয়ে, হু্ঁশ ফিরে, তার কি উল্লাস
শাস্তি ভুলে, মাস্তি করে,সে কি ভোগ-বিলাস!
কিরে কয়াল,দিনযে ভয়াল,পাবি কি খালাস?
বসবে যেদিন,আলমপনারও এজলাস।
খোলের ভিতর নয়তো সে মানুষরে,কয়াল
চালাকচতুর সে তো এক ধূর্ত খেঁকশিয়াল।
কি আকাল পড়লোরে কয়াল
দুনিয়া আজ উথাল-পাতাল।
কিসের নেশায় ছুটছে দুলাল?
হারাম হালাল,সবকিছু আজ ফাঁপর দালাল
পিয়াল- কামাল, চলছে সবাই,বেসামাল।
হে রে কয়াল,
মানুষ হয়ে ফিরে আয় তোরা
সুন্দর হোক আগামীর ধরা।।